
মার্চে বাছাইপর্ব অনুষ্ঠিত হবার কথা থাকলেও করোনার কারনে তা পিছিয়ে সেপ্টেম্বরে নির্ধারন করা হয়। কিন্তু কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় সেটিও সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত অক্টোবরে শুরু হচ্ছে এই বাছাইপর্ব।
ব্রাজিলে যারা খেলবেন - গোলরক্ষক : এ্যালিসন, সান্তোস, উইভারটন। ডিফেন্ডার : ডানিলো, গাব্রিয়েল মেনিনো, এ্যালেক্স টেলাস, ফিলিপ, রেনান লোদি, মারকুইনহোস, থিয়াগো সিলভা, রডরিগো কাইয়ো। মিডফিল্ডার : কাসেমিরো, ফ্যাবিনহো, ফিলিপ কুটিনহো, ব্রুনো গুইমারায়েস, ডগলাস লুইজ, এভারটন রিবেইরো। ফরোয়ার্ড : রবার্তো ফিরমিনো, নেইমার এভারটন, গ্যাব্রিয়েল জেসুস, রিচারলিসন, রডরিগো।
আর্জেন্টিনায় যারা খেলবেন- গোলরক্ষক : অগাস্টিন মারচেসিন, এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো। ডিফেন্ডার : মার্কোস আকুনা, লিওনার্দো বালের্ডি, হুয়ান ফয়েথ, ওয়াল্টার কানেমান, ফাকুন্ডো মেডিনা, নিকোলাস ওটামেন্ডি, নেহুয়েন পেরেজ, জার্মান পেজেলা, রেনজো সারাভিয়া, নিকোলাস টাগলিয়াফিকো। মিডফিল্ডার : জোয়াকুইন কোরেয়া, রডরিগো ডি পল, নিকোলাস ডোমিনগুয়েজ, আলেহান্দ্রো গোমেজ, গিওভানি লো সেলসো, এ্যালেক্সিস ম্যাক এ্যালিস্টার, লুকাস ওকাম্পোস, এক্সেকুয়েল পালাসিওস, লিনার্দো পারেডেস, গুইডো রডরিগুয়েজ। ফরোয়ার্ড : লুকাস এ্যালারিও, পাওলো দিবালা, লটারো মার্টিনেজ, লিওনেল মেসি, ক্রিস্টিয়ান পাভোন, গিওভান্নি সিমিওনে।
বাসস ||