আজ বুধবার আনুমানিক বিকেল ৫টায় খোলামোরা কেরানীগঞ্জ নৌকাঘাটের পাশে অজ্ঞাত এক কিশোরের লাশ ভেসে উঠে । তার ঠিক কিছুক্ষন পর কামরাঙ্গীরচর থানা পুলিশ ও ডুবরি টিম সেখানে লাশ উদ্ধার কাজে পৌছায়।

তথ্যসূত্রে জানা যায় যে, কিশোরের নাম মোঃ অমর,বয়স আনুমানিক ১৫ বছর, সে বাক প্রতিবন্ধী  গত ৪ অক্টোবর (রবিবার) দুপুর ২ঘটিকার দিকে তার কয়েকজন সঙ্গীদের সাথে খোলামোরা ঘাটে গসল করতে গিয়ে নিখোঁজ হয়। তার পরিবার তাকে খুঁজে না পেয়ে কামরাঙ্গীরচর থানায় একটি এজহার দায়ের করে।