যশ রাজ ফিল্মসের ব্যানারে বলিউডে অভিষেক হচ্ছে  আমির খানের পুত্র জুনাইদ খানের। গুজরাটি লেখক ও সমাজ সংস্কারক করসনদাস মুলজীর জীবন অবলম্বনে তৈরি হবে এই ছবিটি। 

জানা গেছে, বায়োপিকটি পরিচালনা করবেন সিদ্ধার্থ মালহোত্রা, যিনি আগে ‘হিচকি’ ছবিটি পরিচালনা করেছিলেন রানী মুখার্জিকে নিয়ে।