ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী উলফাত আরা তিন্নির (২৪) রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ তার বড় বোনের সাবেক স্বামীর পাশবিক নির্যাতনের শিকার হয়ে তিন্নি লজ্জায় আত্মহত্যা করেছেন।
 
শুক্রবার মধ্যরাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত তিন্নি উপজেলার শেখপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মৃত ইউসুফ আলীর কন্যা ও ইসলামী ইউনিভার্সিটির হিসাব বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী।

সকালে শৈলকুপা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন নিহতের মা হালিমা বেগম। পরিবারের অভিযোগ, বড় বোনের সাবেক স্বামীর নির্যাতনের শিকার হয়ে লজ্জায় আত্মহত্যা করেছে সে। এজন্য তিন্নির বড় বোনের সাবেক স্বামী জামিরুলকে প্রধান করে ১২ জনকে মামলায় আসামি করা হয়েছে।

পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। অবশ্য জিজ্ঞাসাবাদের জন্য গতকাল ৪ জনকে আটক করা হয়েছে। তবে, তাদের পরিচয় নিশ্চিত করেনি পুলিশ।

বৃহস্পতিবার রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিন্নি। শুক্রবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার লাশের ময়নাতদন্ত করা হয়েছে।