কালী পূজা অর্থাৎ দীপাবলির আগেই ওয়েব দুনিয়ার দর্শকদের মন জয় করতে আসছেন অক্ষয় কুমার। উলুধ্বনি দিয়েই নিজের আগমন বার্তা দিলেন বলিউডের খিলাড়ি। আভাস আগে থেকেই দিয়ে রেখেছিলেন। কথা রেখে শুক্রবারই প্রকাশ করলেন ‘লক্ষ্মী বম্ব’এর ট্রেলার। খবর- সংবাদ প্রতিদিন।