কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে আনতারা মোকাররমা (১৮) নামে এক কণ্ঠশিল্পী নিহত হয়েছেন। 

শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ রেল স্টেশনে এগারো সিন্দুর ট্রেনে নিচে পড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
তিনি কিশোরগঞ্জ শহরের বত্রিশ নূরানী সড়ক এলাকার মোকাম্মেল হকের মেয়ে। আনতারা মোকারমা কিশোরগঞ্জে জাতীয় ও স্থানীয়সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীতশিল্পী হিসেবে অংশগ্রহণ করতেন।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি আব্দুর রহমান বিশ্বাস জানান, করোনা প্রাদুর্ভাবের কারণে এইচএসসি পরীক্ষা আর হচ্ছে না এমন খবরের পর পারিবারিক প্রয়োজনে মায়ের সঙ্গে ঢাকা যাওয়ার কথা ছিল তার। মা আসমা বেগমকে সঙ্গে নিয়ে সকাল সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জের রেলওয়ে স্টেশনে পৌঁছে দেখেন আন্তঃনগর এগারোসিন্দুর এক্সপ্রেস হুইসেল বাজিয়ে ঢাকার উদ্দেশ্যে চলতে শুরু করে দিয়েছে।
স্টেশনের প্ল্যাটফর্ম অতিক্রম করার মুহূর্তে চলন্ত ট্রেনটিতে মাকে নিয়ে ওঠার চেষ্টা করছিলেন ওই তরুণী। কিন্তু উঠতে গিয়ে ট্রেনের গতির সঙ্গে তাল মেলাতে না পারায় তার দু’পা ফসকে ট্রেনের নিচে চলে যায়। এসময় তার পুরো শরীর কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।