কক্সবাজার রামুর ঈদগড় -ঈদগাওঁ সড়কের হিমছড়ী ঢালায় ৮ অক্টোবর সকাল ৮টা ২০ মিনিটের সময় ডাকাতের গুলিতে নিহত হয় কলেজ ছাত্র জনি দে ।


সে ঈদগড় পূর্বরাজঘাট এলাকার তপন দের পুত্র। সে এবাবের এইস এস সি পরীক্ষার্থী। পাশাপশি সে জনপ্রিয় একজন কন্ঠ শিল্পি।
জানা যায়, সে সকালে ঈদগাওঁ থেকে তার নিজ বাড়ী ঈদগড়ে যাওয়ার পথে ডাকাত দলের কবলে পড়ে এবং নির্মম মৃত্যুর শীকার হন। ঘটনার পর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রির্পোট লিখাকালীন সময়ে লাশ ঈদগাওঁ থানা থেকে কক্সবাজার সদর হাসপাতালে সুরতহাল রিপোর্টের জন্য নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান স্থানিয় ইউপি সদস্য মো: আলমগীর হোসাইন। তার অকাল মৃত্যুতে পুরো ঈদগড়ে শোকের ছায়া নেমে এসেছে।