
কক্সবাজার রামুর ঈদগড় -ঈদগাওঁ সড়কের হিমছড়ী ঢালায় ৮ অক্টোবর সকাল ৮টা ২০ মিনিটের সময় ডাকাতের গুলিতে নিহত হয় কলেজ ছাত্র জনি দে ।
জানা যায়, সে সকালে ঈদগাওঁ থেকে তার নিজ বাড়ী ঈদগড়ে যাওয়ার পথে ডাকাত দলের কবলে পড়ে এবং নির্মম মৃত্যুর শীকার হন। ঘটনার পর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রির্পোট লিখাকালীন সময়ে লাশ ঈদগাওঁ থানা থেকে কক্সবাজার সদর হাসপাতালে সুরতহাল রিপোর্টের জন্য নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান স্থানিয় ইউপি সদস্য মো: আলমগীর হোসাইন। তার অকাল মৃত্যুতে পুরো ঈদগড়ে শোকের ছায়া নেমে এসেছে।