
স্বাস্থ্যবিধি অনুসরণ করে ও সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপিত হবে।
মঙ্গলবার পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে অনলাইলে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি একথা বলেন।
ধর্ম সচিব মো. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় পর্যায়ে কর্মসূচী প্রণয়ণ এবং তা সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় ধর্ম সচিব জানান, কভিড-১৯ করোনাভাইরাস মহামারি পরিস্থিতি বিবেচনায় এ বছর স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযোগ্য মর্যাদায় আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন করা হবে। এক্ষেত্রে প্রযুক্তিগত সুবিধা ব্যবহার করা হবে।
সভায় সিদ্ধান্ত হয়, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে এবং পক্ষকালব্যাপী হযরত মোহাম্মদ (সা.) এর জীবনীর ওপর আলোচনা সভা ও মাহফিলসহ বিশেষ কর্মসূচী গ্রহণ করা হবে।