
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নিয়ন্ত্রণাধীন এলাকায় সবধরনের জলাশয় পরিষ্কার থাকতে হবে, অন্যথায় আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে ডিএনসিসি।
শুধু বেসরকারি মালিকানাধীন নয়, সরকারের বিভিন্ন সংস্থার মালিকাধীন নর্দমা, ডোবা, পুকুর, খাল, জলাশয় ইত্যাদি থেকে কচুরিপানা, ময়লা-আবর্জনা নিজ দায়িত্বে অপসারণ করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকেও নির্দেশ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
সম্প্রতি, জলাশয় পরিষ্কারের নির্দেশনা দিয়ে ডিএনসিসির পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।