
এ বছর সরাসরি উচ্চ মাধ্যমিক (এইচএসসি) বা সমমান পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। জেএসসি-এসএসসি পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।
তিনি বলেন, জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে রেজাল্ট দেওয়া হবে।
এর আগে, এইচএসসি-সমমান পরীক্ষার রুটিন প্রকাশের কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় পরীক্ষার প্রস্তুতির জন্য চার সপ্তাহ সময় দেয়া হবে বলেও জানন তিনি। কেউ বিশেষ কারণে পরীক্ষা দিতে না পারলে তার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে বলে এ সময় জানান তিনি।