শুভ জন্মদিন।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কন্যা, ও প্রয়াত জননেতা সৈয়দ আশরাফুল ইসলামমের স্নেনের ছোট বোন ডাঃ সৈয়দা জাকিয়া নূর (লিপি)
মাননীয় সাংসদ ১৬২, কিশোরগঞ্জঃ- ১(সদর - হোসেনপুর)


জাকিয়া নূর লিপি একজন বাংলাদেশী নারী রাজনীতিবিদ ও সংসদ সদস্য। তিনি ২০১৯ সালে কিশোরগঞ্জ-১ উপনির্বাচনে একাদশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচিত হলেও শপথ নেয়ার পূর্বে ৩ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। ফলে কিশোরগঞ্জ-১ আসনটি শূণ্য হয়ে যায়। এজন্য এতে উপনির্বাচনের জন্য ১০ জানুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। উক্ত উপনির্বাচনে জাকিয়া নূর লিপি বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।