মাস্ক ছাড়া চলাচল রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ


জনসমাগমে কেউ যাতে কোনভাবেই মাস্ক ছাড়া বের না হয় এ বিষয়ে নির্দেশনা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন মাস্ক ব্যবহারে সচেতনতা আনতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক অংশ নিয়ে তিনি এ নির্দেশনা প্রদান করেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। জানান, আইনশৃঙ্খলা বাহিনীসহ মসজিদ কমিটিগুলোকেও এ ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে৷