উপ-নির্বাচনে সর্বহারা বা কোন সন্ত্রাসী গোষ্ঠী কোনরুপ প্রভাব ফেলতে পারবেনা বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার শাহাদত হোসেন চৌধুরি।অবাধ,সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে কড়া নজরদারির নিদের্শ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে নওগাঁ-৬( রানীনগর-আত্রাই) আসানের উপ-নির্বাচন উপলক্ষ্যে মত বিনিময় সভাশেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রথমে তিনি প্রশাসনের কর্মকর্তা এবংএরপর প্রার্থীদের সাথে আলদাভাবে মতবিনিময় করেন।
তিনি বলেন,দেশে করোনা মহামারী চলছে,তাই সর্তক রয়েছে নির্বাচন কমিশন। সামাজিক দুরত্ব মেনে ভোট গ্রহনের ব্যবস্থা নেয়া হচ্ছে।আসনটিতে এইপ্রথমবারের মত ইভিএম ব্যবহার করা হচ্ছে।তাই ভোটারদের যেন অসুবিধা না হয় সেজন্য কাজ চলছে। ইতোমধ্যে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষন ও দেয়া হয়েছে।ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়াতে বেশ কিছু পদক্ষেপের কথাও জানান তিনি। একইসাথে সুষ্ঠ ,অবাধ, নির্বাচনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। আসনটিতে ভোট গ্রহন করা হবে আগামী ১৭ অক্টোবর। নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।