স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ম্যাচ খেলতে ইতালি ছেড়ে পর্তুগালে ফিরেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। খেলেছেন স্পেন ও ফ্রান্সের বিপক্ষে। কিন্তু করোনাভাইরাস পজিটিভ হলে সুইডেনের বিপক্ষে নেশন্স লিগের দ্বিতীয় ম্যাচ খেলতে পারেননি তিনি। ম্যাচের দিন ইতালিতে ফিরে যান। তার ক্লাব জুভেন্টাস বলছে, স্বাস্থ্য কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তুরিনে ফিরেছেন সিআরসেভেন। কিন্তু ইতালির ক্রীড়ামন্ত্রীর দাবি, কোয়ারেন্টাইন বিধি ভেঙেছেন পর্তুগিজ ফরোয়ার্ড।

ইতালির ক্রীড়ামন্ত্রী ভিনসেঞ্জো স্পাদাফোরা বলেন, রোনালদোর তুরিনে ফেরার বিষয়ে আমাকে জানানো হয়নি। করোনা স্বাস্থ্যবিধি সবাইকে মানতে হবে। তারকা ফুটবলার হলেও নিয়ম লঙ্ঘন অমার্জনীয় অপরাধ।

এরইমধ্যে ডি মারিয়া-ইব্রাহিমোভিচের মতো তারকা ফুটবলাররা করোনায় আক্রান্ত হয়েছেন। সেরে উঠলেও শঙ্কা কাটেনি ফুটবলার ও কোচিং স্টাফদের। এমন অবস্থায় মাঠের চাইতে করোনা বিরুদ্ধে লড়াইয়ে ব্যস্ত ক্লাবগুলো।

আর্সেলানের ম্যানেজার মিকেল আর্তেতা বলেন, ঝুঁকি এখনও আছে। স্বাস্থ্যবিধি সম্পর্কে সুস্পষ্ট নীতি মেনে চলা জরুরি। নিয়ম মেনে চললেই করোনা ঝুকি কমানো সম্ভব।