তরুণদের দ্বারা বহুল প্রশংসিত স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি ২৬ অক্টোবর তাদের সি সিরিজের সর্বশেষ ফোন – রিয়েলমি সি১২ উন্মোচন করেছে। আকর্ষণীয় ১০,৯৯০ টাকা মূল্যে ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার মেগা ব্যাটারি, অক্টা-কোর প্রসেসর, ৬.৫-ইঞ্চির বিশাল ডিসপ্লে, এআই ট্রিপল ক্যামেরা এবং স্টাইলিশ ডিজাইনে রিয়েলমি সি১২ তরুণ প্রজন্মের জীবনধারাকে আরো সমুন্নত করবে।

বহুল প্রতিক্ষিত “আস্ক রিয়েলমি” শো’র প্রথম এপিসোডে রিয়েলমি ফ্যানদের পক্ষে ‘ফেস অব রিয়েলমি’ আরিফিন শুভ বেশ কিছু প্রশ্ন করেন। প্রশ্নোত্তর শেষে ভক্তদের স্মার্টফোন অভিজ্ঞতাকে আরো বাড়িয়ে তুলতে উন্মোচন করা হয় রিয়েলমি সি১২।

সদ্য উন্মোচিত হওয়া রিয়েলমি সি১২-এ রয়েছে ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি, যা ব্যবহারকারীদের অতুলনীয় বিনোদন দেবে। স্ট্যান্ডবাই মোডে ব্যাকআপ দিবে ৫৭ দিন পর্যন্ত। এছাড়া, ৪৬ ঘন্টা পর্যন্ত কল টাইম এবং ১০ ঘন্টার বেশি পাবজি খেলা যাবে। অ্যাপ কুইক ফ্রিজ, স্ক্রিন ব্যাটারি অপটিমাইজেশনের মতো সময়োপযোগী ফিচারে ব্যাটারি সেভিং পাবে নতুন এক মাত্রা।