ফ্রান্সে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কিশোরগঞ্জ ইমাম ও উলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে কিশোরগঞ্জ ঐতিহাসিক শহীদি মসজিদ থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থাানে এসে মিলিত হয়।
এর আগে স্থাানীয় শহীদি মসজিদ প্রাঙ্গনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে কিশোরগঞ্জ ইমাম ও ওলামা পরিষদের সভাপতি এবং আল- জামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক শিব্বির আহমেদ রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বড় বাজার মসজিদের খতিব মাওলানা হিফজুর রহমান খান, জামিয়া নূরানিয়া মাদরাসার প্রিন্সিপাল ও ইমাম ওলামা পরিষদের সাধারন সম্পাদক মুফতি আবুল বাশার, ঐতিহাসিক শহীদি মসজিদের ইমাম মাওলানা শামসুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ফ্রান্স সরকার কর্তৃক আমাদের মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর বিরুদ্ধে অবমাননাকর কার্টুন ও ছবি প্রচার বন্ধ করতে হবে এবং মুসলিম বিশ্বের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার তৌহিদি জনতা মিছিল ও বিক্ষোপ সমাবেশে অংশগ্রহন করেন।