আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে সমুদ্র জয় সম্ভব হতো না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কোস্ট গার্ডের দু’টি অফশো’র ও পাঁচটি ইনশোর প্যাট্রোল ভেসেল এবং দুটি ফাস্ট পেট্রোল বোট ও ‘বিসিজি বেইজ ভোলা’র কমিশনিং অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। তাই সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।