ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা অডিটোরিয়াম হলরুমে ৩০ নভেম্বর সোমবার সকাল ১১টায় এস,এসসিতে এ+ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের ও কুইজ পরীক্ষায় পাসকৃত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ বন্ধু সংগঠন ও খলিল জিবরান ফাউন্ডেশন এর সভাপতি খলিল জিবরান। অনুষ্ঠানটি উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।
বাংলাদেশ বন্ধু সংগঠনের উপদেষ্টা মো: ইকবাল আজিজ মিমার্সী এর উপস্থাপনায়, সাংবাদিক জাহিদ হাসান চঞ্চল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন, অনুষ্ঠানের প্রধান আলোচক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা: মো. গোলাম কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: শাহ্জাহান মীরদাহ্ পিকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজাসহ আরও অনেকে। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেলএ অধ্যায়নরত শিক্ষার্থীরা।