যশোরের বেনাপোলে সেলফি তোলার চেষ্টা করায় এক ভক্তের মোবাইল ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলেছেন সাকিব আল হাসান।
কলকাতায় কালিপূজা উদ্বোধন করতে বেনাপোল চেকপোস্ট দিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান ভারতে গেছেন।
তাকে সামনে দেখে ভক্তরা আবেগপ্রবণ হয়ে পড়ে। সেরকম আবেগপ্রবণ এক ভক্ত সেক্টর আলী। সাকিবকে দেখে তার সাথে ছবি তুলতে যান সেক্টর। এসময়, বিনা অনুমতিতে সেলফি তুলতে যাওয়ায় সাকিব আল হাসান ভক্তের মোবাইল ফোন কেড়ে নিয়ে মাটিতে ছুড়ে ফেলেন। এতে ফোনটি ভেঙে যায় বলে দাবি ভক্তের।
ঘটনাটি ঘটেছে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালে। বৃহস্পতিবার দুপুরে সাকিব-আল-হাসান ভারতে যাওয়ার উদ্দেশে বেনাপোল যান।