ব্যুরো প্রধান,কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ পৌর নির্বাচন আসন্ন। অনেকেই ইতোমধ্যে প্রার্থীতা ঘোষণা করেছেন। তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কিশোরগঞ্জ বারো ভূইয়ার এক ভূইয়া রাজা ঈশা খাঁ থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবর্তমানে সাধীনতার সংগ্রাম পরিচালনা করেছিলেন সৈয়দ নজরুল ইসলাম। সেই সৈয়দ নজরুল ইসলাম , জিল্লুর রহমান, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের টানা দুইবারের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রয়াত জননেতা সৈয়দ আশরাফুল ইসলামের মতো গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বহু উচ্চপদস্থ দায়িত্বে থাকা গুনী ও ত্যাগী নেতাদের জেলা শহর এই কিশোরগঞ্জ।
তাই কিশোরগঞ্জ পৌরসভাকে বলা হয় ভিআইপিদের পৌরসভা। এ পৌর নির্বাচনে চোখ থাকে অনেকেরই । প্রতিদ্বন্দ্বিতায়ও নামতে আগ্রহী বহু লোক। যদিও পৌর নির্বাচনের সময় এখনো অনেকটাই বাকী। তবে প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে আগে থেকেই। কিশোরগঞ্জ পৌরসভায় বর্তমান নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদও প্রায় শেষ।
মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের রাজনীতিক দলগুলোর উচ্চপদস্থ ও গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কিশোরগঞ্জের বহুগুনী ও ত্যাগী নেতাদের এই ভি আই পি পৌরসভায় মেয়র পার্থী হিসেবে নির্বাচনী প্রচারে নেমেছেন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল। তিনি ইতিমধ্যে কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনী এলাকার বেশ ক টি ওয়ার্ড ও বাজারঘাট এলাকায় নির্বাচনী প্রচারণা করেছেন। তার-ই ধারাবাহিকতায় আজো সন্ধ্যা রাতে কিশোরগঞ্জ পৌর এলাকার তেরিপট্টি থেকে বড়বাজার গাজী মার্কেট পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগ করেছেন।
তিনি আসন্ন কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র পদপার্থী। তিনি নৌকা প্রতীকে মেয়র পদপার্থী হিসেবে পৌরবাসীর কাছে দোয়া চেয়েছেন।