২১ নভেম্বর-২০২০ শনিবার সকাল ১০:৩০ মিনিটে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা পরিষদ হলে রুমে 'ডিফেন্স এক্স সোলজারস ওয়েল ফেয়ার এসোসিয়েশন (ডেসওয়া) ট্রাষ্ট' এর বোয়ালমারী উপজেলা শাখার উদ্যোগে মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় এসোসিয়েশনের সভাপতি অবসর প্রাপ্ত সার্জেন্ট মো: নুর ইসলাম মোল্যার সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম, এম, মোশাররফ হোসেন মুশা মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, ফরিদপুর জেলা ডেসওয়া ট্রাস্টের সভাপতি ও জোনাল কমান্ডার সার্জেন্ট মো: আবু বকর সিদ্দিক, প্রমুখ। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও উপস্থাপক জাহিদ হাসান চঞ্চল।