গ্ল্যামার দুনিয়ার খবর যারা রাখেন বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে খুবই পরিচিত একটা নাম রাশ্মিকা মান্দানা। কারণ রাশ্মিকাই এখন ভারতের ‘ন্যাশনাল ক্রাশ’। খবর আনন্দবাজার পত্রিকার।
তবে গ্ল্যামার দুনিয়া মানেই বলিউড নয়, আর বলিউডে তন্ন তন্ন করে খুঁজলেও রাশ্মিকাকে খুঁজে পাবেন না। কারণ এখনও বলিউডে তিনি পা রাখেননি। তিনি মূলত কন্নড় ফিল্মের নায়িকা।
২০১৬ সালে কন্নড় ফিল্ম ‘কিরিক পার্টি’তে তিনি ডেবিউ করেন। কন্নড় ছাড়া তেলেগু ফিল্মেও চুটিয়ে কাজ করছেন রাশ্মিকা। তাকে দর্শকেরা এতটাই পছন্দ করেছেন যে, এই অল্প সময়ের মধ্যেই তিনি ১০০ কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন। সারা ভারত খুঁজলেও এমন কোনও অভিনেত্রী পাওয়া যাবে না যিনি এই অল্প সময়ে এত টাকা উপার্জন করে ফেলেছেন।