
মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় চার মাত্রার ঘূর্ণিঝড় ‘ইতা’র আঘাতে সৃষ্ট ভূমিধসে দেড় শতাধিক মানুষের প্রাণহানির হয়েছে। ঘূর্ণিঝড় ইতার প্রভাবে সৃষ্ট প্রচণ্ড বৃষ্টিতে একটি পাহাড়ের অংশবিশেষ ধসে পড়ে। এসময় ঘন কাদায় ১৫০টি বাড়ি তলিয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
এছাড়া প্রচণ্ড বাতাস ও টানা বর্ষণে বহু বাড়িঘর ভেঙে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অনেকে মারা গেছেন। এর মধ্যে দেশটির মধ্যাঞ্চলের কুয়েজা এলাকাতেই শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। দুর্ঘটনার পর প্রত্যন্ত ওই অঞ্চলটিতে স্বেচ্ছাসেবকদের সাথে উদ্ধার কাজে যোগ দিয়েছে সেনাবাহিনীও।