অবসর বা অবসরোত্তর ছুটি (পিআরএল) শুরুর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অন্য যেকোনো চাকরি বা ব্যবসা করতে অনুমতি লাগবে না। এছাড়াও বিদেশ যাত্রার ক্ষেত্রেও অনুমতি লাগবে না। তবে শুধু চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে অনুমোদন নিতে হবে।
২৬ নভেম্বর, বৃহস্পতিবার এই সংক্রান্ত পরিপত্র জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ‘সরকারি চাকরি আইন-২০১৮’র ৪৯ ও ৫২ নম্বর ধারা মোতাবেক এই পরিপত্র জারি করা হয়।