নিজস্ব প্রতিবেদক 

ফরিদপু জেলা আলফাডাঙ্গা উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযােদ্ধা আলতাব হোসেন মৃধা ( ১০১) দাফন সম্পন্ন হয়েছে।১৭ নভেম্বর-২০২০ মঙ্গলবার দুপুর ২ টার দিকে আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের কোনা গ্রামের নিজ বাড়ী তার জানাজা অনুষ্ঠিত হয়। 

এ সময় আলফাডাঙ্গা  উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট মহোদয়  তৌহিদ আফ্রিদির নেতৃত্বে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় আলফাডাঙ্গা  উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ আফ্রিদির  নেতৃত্বে আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শকসহ একদল পুলিশ মরহুমকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। মরহুমের জানাজায় দল-মত নির্বিশেষে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন। মরহুম বীর মুক্তিযােদ্ধা আলতাব হোসেন মৃধা । মৃত্যুকালে তিনি চার ছেলে এবং চার কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।