
‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
সোমবার দুপুরে, সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক নিয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি আরও জানান, নতুন করে লকডাউনের চিন্তা করছে না সরকার। উপাসনালয় ও গণপরিবহনে সবার মাস্ক পরা নিশ্চিত করতে সরকার আরও কঠোর হবে বলেও জানানো হয়।
মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে প্রধানমন্ত্রী সতর্ক হওয়ার নির্দেশ দিয়ে বলেছেন, এখন দেশে করোনারভাইরাসের সংক্রমণ পরিস্থিতি স্বস্তিদায়ক থাকলেও তা নিয়ে সন্তুষ্ট থাকার কারণ নেই। সবাইকেই সতর্ক থাকতে হবে। বিশেষ করে ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি ব্যাপকভাবে বাস্তবায়ন করতে হবে। কোনোভাবেই কেউ যাতে মাস্ক ছাড়া কোথাও না আসেন।