রোনালদো গত রাতেই প্রথম নেমেছিলেন এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগে, একই সময়ে। নিজেদের খেলা দেখতে দেখতে চ্যানেল ঘুরিয়ে মেসির কি রোনালদোর খেলা দেখার অবসর হয়েছিল? যদি হয়ে থাকে, তাহলে হয়তো মনে মনে প্রার্থনা করছিলেন, রোনালদো যেন গোল না করেন! গোল করলে যে মেসিকে এক জায়গায় ছুঁয়ে ফেলবেন রোনালদো!

তবে মেসি প্রার্থনা করুন আর না-ই করুন, রোনালদো গোল পেয়েছেন ঠিকই। আর গোল করে চিরপ্রতিদ্বন্দ্বীকে ছুঁয়ে ফেলেছেন এক জায়গায়—চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে খেলে রোনালদোর গোল করা হয়ে গেল ৭০টি। ঘরের মাঠে একইসংখ্যক গোল আছে মেসিরও।

রোনালদো এবং আলভারো মোরাতার গোলে ২-১ গোলে জয় পেয়েছে জুভেন্টাস। নিশ্চিত করেছে পরের রাউন্ডে ওঠাও।