দীর্ঘ ১০ মাস পর মুজিববর্ষ ফিফা ফ্রেন্ডলি সিরিজের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ফুটবল খেলতে নামে বাংলাদেশ। আর নেমেই প্রতিপক্ষ ফিফা র‌্যাংকিংয়ে ১৭০ - এ থাকা নেপালকে ২-০ গোলে হারাল জামাল ভূঁইয়ার বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ১০ মিনিটে জীবনের দুর্দান্ত গোলে লিড পায় স্বাগতিকরা। এর পরেই খানিকটা ডিফেন্সিভ ফুটবল খেলতে থাকে জেমিডের শিষ্যরা।

অন্যদিকে, প্রথম গলের পর থেকেই তা শোধ করতে মরিয়া হয়ে ওঠে নেপাল। কয়েকটি দুর্দান্ত আক্রমণ করলেও বাংলাদেশের রক্ষণভাগ ভেদ করতে পারেননি নাওয়াং শেরেস্তা-বিক্রম লামারা।