বড়দিন ও ইংরেজি নববর্ষ থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। এ সময় তিনি বলেছেন, থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি করা যাবে না।
সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে ডিএমপি’র সদর দপ্তরে ‘বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে নিরাপত্তা’ সংক্রান্ত সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় ডিএমপি কমিশনার বলেন, খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা গুরুত্বপূর্ণ স্থাপনাসহ রাজধানীর পাড়া-মহল্লায় নজরদারি করবে।
তিনি বলেন, সারা বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের কারণে সব কর্মকাণ্ড সীমিত করা হয়েছে। একই কারণে থার্টি ফার্স্ট নাইট ও বড়দিনের আয়োজন সীমিত পরিসরে হবে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এ দুটি উৎসবে বিভিন্ন অনুষ্ঠান সীমিত পরিসরে করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। বিভিন্ন চার্চে নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হবে। খ্রিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন প্রতিষ্ঠানও নিরাপত্তার আওতায় থাকবে। বড়দিনে চার্চে জনসমাগম হবে। এদিন সামাজিক দূরত্ব মেনে প্রার্থনা করলে করোনা থেকে অনেকাংশে রক্ষা পাওয়া যাবে।