আগামী একুশে বইমেলায় ঘরবন্দি সময়ের লেখাগুলো নিয়ে একটি বই প্রকাশ করবেন বলে জানিয়েছেন তারকা কণ্ঠশিল্পী তাহসান খান। তবে তা গল্প নাকি কবিতার বই হবে, এখনও চূড়ান্ত হয়নি বলে জানান তাহসান।


তাহসানের শুরুটা কণ্ঠশিল্পী হিসেবে হলেও, পরে একাধারে তিনি মডেল ও অভিনেতা হিসেবেও দেখিয়েছেন তার দক্ষতা। সম্প্রতি শেষ করেছেন ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমার কাজ। পাশাপাশি ব্যস্ত আছেন নাটক, নতুন গান ও বিজ্ঞাপনের কাজ নিয়ে। 

বই প্রকাশ সম্পর্কে তাহসান বলেন, ‘লেখালেখির নেশা আগে থেকেই ছিল। করোনায় গল্প, কবিতা লেখার চেষ্টা করে গেছি। তবে কখনও বই প্রকাশ করার কথা ভাবিনি। করোনার বন্দি সময়ে আবার যখন লেখালেখি শুরু করলাম, তখন নতুন করে ভেবেছি, এখনকার লেখাগুলো নিয়ে বই প্রকাশ করা যায় কিনা? সেই ভাবনা থেকেই সিদ্ধান্ত নিয়েছি, আগামী একুশে বইমেলায় ঘরবন্দি সময়ের লেখাগুলো নিয়ে একটি বই প্রকাশ করব।