জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনেস্কো এবার মুজিব বর্ষ উপলক্ষে দিল এক নতুন সুখবর। সংগঠনটি বিজয় দিবসকে সামনে রেখে ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দি ফিল্ড অব ক্রিয়েটিভ ইকোনমি’ পুরস্কার প্রবর্তন করছে। এ সুখবরটি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এখন পর্যন্ত ইউনেস্কো এ ধরনের ২৩টি পুরস্কার চালু করেছে। এই প্রথম বাংলাদেশের কোনো সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তির নামে আন্তর্জাতিক পুরস্কার চালু করল।

মন্ত্রী আরও জানিয়েছেন, আগামী ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল পদ্ধতিতে বৈঠক হবে। ওই বৈঠকে সমুদ্রসীমা ও পানি কূটনীতিসহ একাধিক বিষয়ে দুদেশের মধ্যে চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেছেন, ৫৫ বছর পর চালু হবে হলদিয়াবাড়ী দিয়ে ভারতের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ।

রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আগামী ছয় বছর ধরে প্রতি দুই বছর পর পর ৫০ হাজার ডলার সমমানের এই পুরস্কার দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, এরপর আবার জাতিসংঘের নিয়ম অনুযায়ী পুরস্কারটি নবায়ন করতে হবে। পুরস্কারটি প্রথমবারের মতো আগামী ২০২১ সালের নভেম্বরে অনুষ্ঠিতব্য ইউনেস্কোর ৪১তম সাধারণ সভা চলাকালে প্রদান করা হবে।