বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালের আগে টিম হোটেল ছেড়েছেন সাকিব আল হাসান। শ্বশুরের অসুস্থতার কারণে সোমবার (১৪ ডিসেম্বর) রাতে প্রথম কোয়ালিফায়ার শেষে হোটেল ত্যাগ করেন এই অলরাউন্ডার। যে কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টির ফাইনালে খেলা হচ্ছে না তার।
এক বিবৃতিতে দলটির ম্যানেজার নাফিস ইকবাল সাকিবের দল ছাড়ার বিষয়টির নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাকিবের গতকাল (সোমবার) রাতে চলে যেতে হয়েছে। ওর শশুর অনেকদিন ধরে অসুস্থ ছিলেন, গতকাল জানতে পারে যে খুব গুরুতরভাবে অসুস্থ হয়েছেন।