ঢাকার বাজারে আরও বেড়েছে ভোজ্যতেলের দাম। বিক্রেতারা দাবি করেছেন, বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ৫ থেকে ১০ টাকা বেড়েছে।
ব্যবসায়ীরা জানান, বিপণনকারী কোম্পানিগুলো আরেক দফা বাড়িয়ে বাজারে নতুন দামে তেল ছাড়তে শুরু করেছে। রূপচাঁদা, ফ্রেশ, তীরসহ বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেলের পাঁচ লিটারের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫৮০ থেকে ৬২৫ টাকা। আর এক লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ১২০ থেকে ১২৫ টাকা।