অভিনেতা আব্দুল কাদের আর নেই। শনিবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

তার মৃত্যুর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে। হাসপাতাল সূত্রে জানা যায়, তার মরদেহ মরদেহ হাসপাতাল থেকে বাসায় নেয়া হবে।আবদুল কাদের ক্যান্সারে আক্রান্ত ছিলেন অনেকদিন ধরে। ক্যান্সার জটিল আকারে ছাড়িয়ে পড়েছিল সারা শরীরে। 

অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আবদুল কাদের তাঁর স্বতঃস্ফূর্ত অভিনয়ের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

প্রধানমন্ত্রী আজ শনিবার আবদুল কাদেরের মৃত্যুর পরপরই শোক প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানা যায়।