পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ থেকে নমুনা পাথর আর মাটি সংগ্রহ করে পৃথিবীতে ফিরেছে চ্যাংই-৫ নামের চীনা নভোযান। স্থানীয় সময় গতকাল ১৬ ডিসেম্বর, বুধবার রাতে দেশটির উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়া প্রদেশে অবতরণ করে নভোযানটি। অভিযানে চাঁদের পৃষ্ঠ থেকে দুই কেজি পাথর আর নমুনা সংগ্রহ করা হয়েছে।
১৯৬৯ সালে চাঁদে মার্কিনিদের পরিচালিত অ্যাপোলো-১১-র অভিযান ও ১৯৭৬ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের লুনা-২৪ মিশনের পর এটিই প্রথম নমুনা সংগ্রহের অভিযান।