জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শেখ মুজিবের প্রতি অদম্য ভালোবাসা শৈল্পিক ছোঁয়ায় ফুটিয়ে তুলেছেন ফসলের মাঠে ঈশ^রগঞ্জের আব্দুল কাদির নামের এক কৃষক। মুজিব বর্ষ ও বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ফসলের মাঠে কৃষকের এ শিল্পকর্ম হাজারো মানুষের হৃদয়ে জায়গা পেয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, স্মৃতিসৌধ, জাতীয় ফুল শাপলা, নৌকা ও মুজিব শতবর্ষের ছবি এঁকেছেন সরিষা ও লালশাক দিয়ে।
সরিষা ফুলের হলুদ রঙ আর লালশাকের মিশ্রণে জাতির পিতার অবয়ব যেন জীবন্ত এক শেখ মুজিব। ময়মনসিংহের ঈশ^রগঞ্জের আঠারবাড়ি ইউনিয়নের পাড়া খালবলা গ্রামের কৃষক কাদির। নিজের চাষ করা ফসলের মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটিয়ে তুলে জাতির পিতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন তিনি। অন্যরকম সৌন্দর্যময় এই ফসলের মাঠ দেখতে প্রতিদিন ভিড় করছেন হাজারো মানুষ। মানুষের মুখে আব্দুল কাদিরের এ কার্যক্রম প্রশংসিত হচ্ছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এ চিত্রকর্মটি আলোচনায় এসেছে।