ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫০ কেজি ওজনের আরও একটি বো’মা পাওয়া গেছে। জেনারেল পারপাস (জিপি) বোমাটি উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য টাঙ্গাইলে নিয়ে যাওয়া হচ্ছে।

শনিবার সকালে বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল থেকে বো’মাটি উদ্ধার করা হয়। এ নিয়ে তিনটি বো’মা উদ্ধার করা হল। আরও বোমা আছে বলে আশঙ্কা করছেন বিমান বাহিনীর বিশেষজ্ঞরা।