সারা বছর মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চলমান রাখার কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এতে করে নগরে এডিস মশা নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেছে, আর এডিস মশা নিয়ন্ত্রণে থাকায় চলতি বছর ডেঙ্গু জ্বরে কোনো প্রাণহানি ঘটেনি।
বুধবার দুপুরে সিরডাপ (সেন্টার অন দি ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের বার্ষিক সাধারণ সভা-২০২০ ও ২০২১-২৩ মেয়াদে ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় ডিএসসিসি মেয়র বলেন, ঢাকাবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্ত করা সিটি করপোরেশনের গুরুদায়িত্ব। সে লক্ষ্যে গতকাল (মঙ্গলবার) থেকেই ডিএসসিসির কার্যক্রম শুরু করেছি। ১১টি খাল পুনরুদ্ধার এবং পরিষ্কার-পরিচ্ছন্ন করে কীভাবে নান্দনিক পরিবেশ সৃষ্টি করা যায়, বিনোদনমূলক পরিবেশ কীভাবে সৃষ্টি করা যায়, আমাদের ছেলে-মেয়েরা, ঢাকাবাসী যেন সাইকেল চালিয়ে-হেঁটে সেখানে ঘুরে বেড়াতে পারেন, সে ব্যবস্থা করা হবে।