সিএস খতিয়ান অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের (ডিএসসিসি) ১১টি খালের সীমানা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেছেন, আগামী বর্ষা মৌসুমের আগেই এসব খালের সীমানা নির্ধারণ, অবৈধ স্থাপনা অপসারণ এবং খালগুলো পরিষ্কার করা হবে। এতে নগরে জলাবদ্ধতা হবে না।
মঙ্গলবার দুপুরে নগরীর ত্রিমুহনী জিরানী খাল ও শ্যামপুর খালের চলমান বর্জ্য অপসারণ ও সীমানা নির্ধারণ কার্যক্রম পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
ডিএসসিসি মেয়র বলেন, সম্প্রতি ঢাকার খালগুলো ওয়াসা থেকে সিটি করপোরেশনকে হস্তান্তর করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় যে ১১টি খাল রয়েছে সেই খালগুলো পুনরুদ্ধার, রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করেছি। আগামী বর্ষা মৌসুমের আগেই নিজ অর্থায়নেই এই খালগুলো দখলমুক্ত ও পরিষ্কার করবো।