দুঃসময় পিছু ছাড়ছে না টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে নেমে করতে পারছেন না আশানুরূপ পারফরম্যান্স। এরই মধ্যে দুই দিনের ব্যবধানে দুই নিকটাত্মীয়কে হারালেন সাকিব।
গত ১৪ ডিসেম্বর, সোমবার মৃত্যুবরণ করেন তার ফুফা ওমর আলী (৬৬)। এর মধ্যেই সাকিব রওয়ানা হন মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন শ্বশুরকে দেখতে। সেখানেই পৌঁছার আগেই গতকাল ১৬ ডিসেম্বর, বুধবার মৃত্যুবরণ করেন তার শ্বশুর মমতাজ আহমেদ (৭২)।
প্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রপ্রবাসী মমতাজ আহমেদ অনেক দিন ধরেই ভুগছিলেন শ্বাসকষ্টে। কয়েকদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি ঘটার সংবাদে জরুরি ভিত্তিতে ১৫ ডিসেম্বর, মঙ্গলবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন সাকিব। কিন্তু তিনি পথে থাকা অবস্থায়ই মমতাজ আহমেদের মৃত্যু হয়।