বাংলাদেশের দুই হ্যাকার গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। হ্যাকার গ্রুপ দু’টি হচ্ছে ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন (ক্র্যাফ) এবং ডিফেন্স অব নেশন্স (ডনস)। দেশ ও দেশের বাইরের বিভিন্ন পর্যায়ের সামাজিককর্মী, সাংবাদিক এবং ধর্মলঘু সম্প্রদায়ভুক্ত বিভিন্ন ব্যক্তির আইডি এবং পেইজের নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল এ দুই গ্রুপ।

হ্যাকিং গ্রুপগুলোর বিরুদ্ধে ফেসবুকের নেটওয়ার্কের অপব্যবহার, ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাক করে সেগুলোর মাধ্যমে আপত্তিকর, উসকানিমূলক, রাষ্ট্রবিরোধী পোস্ট দেওয়া এবং ক্ষতিকর ম্যালওয়্যার ছড়ানোর প্রমাণ পেয়েছে ফেসবুকের ইন্টেলিজেন্স দল।
বাংলাদেশি হ্যাকিং গ্রুপ দুইটি হচ্ছে ডন’স টিম (ডিফেন্স অব নেশন) এবং ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন (ক্র্যাফ)। সংগঠন দুটির একসঙ্গে হয়েও কাজ করার প্রমাণ পেয়েছে ফেসবুকের অনুসন্ধানী টিম।

ফেসবুকের হেড অব সিকিউরিটি পলিসি নাথানিয়েল গ্লেইসার এবং সাইবার থ্রেট ইন্টেলিজেন্স ম্যানেজার মাইক ডিভ্লিয়ানস্কির লিখিত এক বার্তায় বলা হয়, ‘বাংলাদেশির হ্যাকিং গ্রুপ দুইটির লক্ষ্যবস্তু হচ্ছেন স্থানীয় অ্যাকটিভিস্ট, সাংবাদিক ও সংখ্যালঘু ব্যক্তিরা, যাদের মধ্যে অনেক প্রবাসীও আছেন।’

ওই বার্তায় বলা হয়, ‘এই গ্রুপগুলো সাইবার গুপ্তচরবৃত্তি করছে। এরা ফেসবুকের ব্যবহারকারীর অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ নেওয়ার মতো কাজ করছে এবং অ্যাকাউন্ট হ্যাক করে তথ্য হাতিয়ে নিচ্ছে।’