জরুরি বিজ্ঞপ্তি

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্বস্ত সুত্রে জানা গেছে মোঃ ইমরান নামের ভুয়া সাংবাদিক চ্যানেল সেভেন টিভির নকল আইডি কার্ড ও ভিজিটিং কার্ড ব্যবহার করে কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জ, ইসলামবাগ, চকবাজার সহ বিভিন্ন এলাকার কল কারখানা থেকে ভয় ভীতি দেখিয়ে মোটা অংকের চাঁদা আদায় করছে।

তার এসব অপকর্মের জন্য চ্যানেল সেভেন টিভি কতৃপক্ষ কোনভাবেই দায়ী নয়।

বিশেষ সূত্রে জানা যায়, ৬ মাস আগে চকবাজার এলাকায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে মোঃ ইমরান ও তার ২জন সহযোগী চকবাজার থানায় আটক হয়।

নামধারী সাংবাদিক ইমরানের কোন শিক্ষাগত যোগ্যতা নেই এবং সে একজন ব-কলম, যার নিজের নাম লেখার যোগ্যতাও নেই। ক লেখতে গেলেও কলম ভাঙ্গে নামধারী এই সাংবাদিকের।



সকল ছবিঃ সংগৃহীত