রাজধানীর কলাবাগানের স্কুলছাত্রী আনুশকা নূর আমিনের সম্মতিতেই তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে বলে দাবি করেছেন গ্রেপ্তার হাওয়া ইফতেখার ফারদিন দিহান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে এই তথ্য জানিয়েছেন ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র এই আসামি।
৮ জানুয়ারি, শুক্রবার দুপুরে দিহানের বরাত দিয়ে গণমাধ্যম এ তথ্যগুলো জানান রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।
এ বিষয়ে সাজ্জাদুর রহমান বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ আনুশকাকে ভর্তির আগেই মৃত ঘোষণা করে। খবর পেয়ে আনোয়ার খান মেডিকেল হাসপাতালে অভিযান চালাই। দিহানকে আটক করে হেফাজতে নিই। জিজ্ঞাসাবাদে সে ঘটনার ব্যাপারে স্বীকার করেছে। নিজেদের পারস্পারিক সম্মতিতেই তাদের দৈহিক সম্পর্ক হয়। মেলামেশার পর অতিরিক্ত রক্তক্ষরণ হয়। আনুশকা অজ্ঞান হয়ে গেলে তাকে হাসপাতালে নেয়া হয়, সেখানে তার মৃত্যু হয়।