রাজধানীর ইংলিশ মিডিয়াম স্কুল মাস্টারমাইন্ডের ও-লেভেলের শিক্ষার্থী আনুশকাহ নূর আমিনের ধর্ষণ ও হত্যার ঘটনায় আটক তিন তরুণকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়েছে।
পুলিশ বলছে, শুক্রবার (৯ জানুয়ারি) রাতে তাদের ছেড়ে দেয়া হয়েছে। কারণ স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রাথমিকভাবে ওই তিন তরুণের সম্পৃক্ততা পাওয়া যায়নি।
তবে ওই ছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলার একমাত্র আসামি ও ছাত্রীটির বন্ধু ফারদিন ইফতেখার ওরফে দিহান গতকাল শুক্রবার আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। এখন সে কারাগারে রয়েছে।