এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার। রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি হলেই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড সূত্রে জানা গেছে।

এরই মধ্যে তৈরি করা হয়েছে এইচএসসি তথা উচ্চমাধ্যমিকে মূল্যায়নের ফল। শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসির ফল মূল্যায়ন করে একটি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে এ ফল তৈরি করা হলেও কিছু আইনি বাধ্যবাধকতার কারণে তা প্রকাশ করা যাচ্ছে না। সেই আইনি ঝামেলা শেষ করে আগামী বৃহস্পতিবার এবারের ‘বিশেষ’ এইচএসসির ফল প্রকাশ করতে পারে শিক্ষা মন্ত্রণালয়।