| দু’শক ধরে স্ত্রী টুইঙ্কেল খান্নার সঙ্গে চুটিয়ে সংসার করছেন অভিনেতা অক্ষয় কুমার। কিন্তু জানেন কী, একসময় প্রেমিক হিসেবে ভাগ্য মোটেই ভালো ছিলনা অক্ষয়ের। এমনকি যে মেয়ের সঙ্গে প্রথম ডেটে গিয়েছিলেন তিনি, সেই মেয়ে তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন
সম্প্রতি, কপিল শর্মার শো-তে ‘হাউসফুল ৪’ ছবির প্রচারে এসেছিলেন অক্ষয় কুমার। সঙ্গে ছিলেন রীতেশ দেশমুখ ও ববি দেওল। তখনই এমনই লজ্জাজনক ও দুঃখজনক অভিজ্ঞতার কথা বললেন অক্ষয়। জীবনের একের পর এক ঘটনা সেখানে এসে প্রকাশ করেন তিনি।