বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আগামী মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের কথা রয়েছে। তার এই সফরের কর্মসূচি চূড়ান্ত করতে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।
শুক্রবার পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্র জানায়, ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে নেতৃত্ব দেন হর্ষ বর্ধন শ্রিংলা।
বৈঠকে তারা মোদীর ঢাকা সফরের বিস্তারিত কর্মসূচি চূড়ান্তের আলোচনা করেছে দুই পক্ষ। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মাচে নরেন্দ্র মোদীর ঢাকা সফরের প্রস্তুতি এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর পূর্তির কর্মসূচি ঠিক করার বিষয় গুরুত্ব পেয়েছে।