টসে জিতে যখন বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ, তখন কি চিন্তা করেছিলেন শুরুতেই এমন সাফল্য আসবে ঘরে? অধিনায়ক যে চিন্তা থেকেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন না কেন, ক্যারিবীয় শিবিরে সাফল্য এনে দিতে খুব সময় নেননি পেসার আলজারি জোসেফ ও কাইল মায়েস।

লিটনের বিদায়ের পর মাঠে আসেন নাজমুল হাসান শান্ত। দুটি বাউন্ডারিতে ভালোই শুরু করেছিলেন তিনি। কিন্তু অশান্ত হয়ে ওঠার আগেই শান্তের লাগাম টেনে ধরেন কাইল মায়েস। ব্যক্তিগত ২০ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন তিনি। শান্ত সাজঘরে ফিরে যাওয়ার পর ব্যাট হাতে নেমেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভার শেষে ২ উইকেটে ১৩০ রান তুলেছে বাংলাদেশ।৬৪ রানে ব্যাট করছিলেন তামিম। অন্য প্রান্তে ৩৭ রানে অপরাজিত সাকিব।