মন্ত্রী, এমপি, সচিবদেরও ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি দাবি করেছেন, দেশে যে ভ্যাকসিন আনা হয়েছে তা এ পযর্ন্ত আবিষ্কার হওয়া সবচেয়ে নিরাপদ ভ্যাকসিন।

মঙ্গলবার দুপুরে নেগলেগটেড ট্রপিক্যাল ডিজিস দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি আরও জানান, দেশের সব জেলায় করোনার টিকা পৌঁছে গেছে এবং সাত ফেব্রুয়ারি সারাদেশে টিকাদান কার্যক্রম শুরু হবে। ভ্যাকসিন ছাড়া করোনা মোকাবিলা দুরূহ উল্লেখ করে সবাইকে ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি, সংসদ সদস্য, চেয়ারম্যান, মেম্বারদের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন মন্ত্রী।