হলিউড তারকা ডোয়াইন ডগলাস জনসন বিশ্বব্যাপী দ্য রক নামে অধিক পরিচিত। তিনি মূলত একজন মার্কিন-কানাডীয় অভিনেতা, প্রযোজক এবং পেশাদার কুস্তিগির। কুস্তি ও অভিনয়ের মাধ্যমে পুরো বিশ্বে নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন।
ডোয়াইন জনসন দারুণ একজন মানুষ। ভালো বাবা। মেয়ের সঙ্গে তার সম্পর্ক খুবই মিষ্টি। ইনস্টাগ্রামে প্রায়ই মেয়ের সঙ্গে তোলা ছবি শেয়ার করেন এই তারকা।
সম্প্রতি মেয়ের হাত ধরে হেঁটে যাওয়ার একটি ছবি প্রকাশ করেছেন ‘রক'। ক্যাপশনে লিখেছেন, 'সব পুরুষই ছেলে সন্তান চায়, কিন্তু সব পুরুষের একজন কন্যা সন্তান থাকা প্রয়োজন।’